শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১০ নভেম্বর ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

প্রবাসে ফেরা হলো না রাজীবের


rajib

নিহত রাজীব হোসেন

আর মাত্র ৮ দিন পর প্রবাসে ফেরার কথা ছিল রাজীব হোসেনের (৩২)। কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুরভাবে তার জীবন থামিয়ে দিল অকালেই। রোববার (৯ নভেম্বর) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

রাজীব বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে। মাত্র তিন মাস আগে ছুটি কাটাতে প্রিয় মাতৃভূমিতে ফিরেছিলেন তিনি। পরিবার, বন্ধুবান্ধব আর আপনজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে আবারও কর্মজীবনে ফিরতে প্রস্তুতি নিচ্ছিলেন ব্রুনাই ফেরত এই যুবক। কিন্তু তার সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।

স্থানীয়রা জানান, সকালে শখের বসে নিজের পুকুরে মাছ ধরার জন্য মর্টার দিয়ে পানি সেচ দিচ্ছিলেন রাজীব। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিপু সুলতান বলেন, “রাজীবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যু নিশ্চিত করার পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।”

অকালপ্রয়াত রাজীবের মৃত্যুর খবরে পুরো আশোকাঠী গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিশ্রমী ও হাসিখুশি এই তরুণের অকাল প্রয়াণে এলাকাবাসী হতবাক।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে কোনো অভিযোগ পেলে তদন্ত করা হবে।”

বিদেশের মাটিতে জীবনের স্বপ্ন বুনে, প্রিয়জনদের জন্য একটু স্বচ্ছলতা আনতে চেয়েছিলেন রাজীব হোসেন। কিন্তু সেই স্বপ্নের পথচলা শেষ হলো নিজের গ্রামের মাটিতেই—চিরবিদায় নিয়ে।