
সংবাদ সম্মেলনে কথা বলছেন ভারতের কোচ খালিদ জামিল।
শুরু থেকেই সতর্ক ছিলেন ভারতের কোচ খালিদ জামিল। সংবাদ সম্মেলনে যতই প্রশ্ন করা হোক, তিনি সবসময় সংক্ষিপ্ত ও স্পষ্ট উত্তর দেওয়ার দিকে মনোযোগ রেখেছেন। ৪৮ বছর বয়সী এই কোচ কোনো বাড়তি ব্যাখ্যা বা নিজস্ব মতামত শেয়ার করেননি। তবুও অল্প কথার মধ্যেই স্পষ্ট হয়ে গেছে, এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে চাপ অনুভব করছেন তিনি।
মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। গত মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র হয়েছিল। বাছাই থেকে আগেই বাদ গেছে বাংলাদেশ ও ভারত। চার ম্যাচে কোনো জয় নেই কারোরই। বাকি দুই ম্যাচে তাই ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানের লড়াই হবে।
তবে পরিসংখ্যান ভারতের পক্ষে। সবশেষ ২০০৩ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে হেরেছিল তারা। পরের দুই দশক ভারতকে আর হারাতে পারেনি। ড্র কিংবা হারতে হয়েছে বাংলাদেশকে। তবুও হামজা চৌধুরী ও শমিত সোমের বাংলাদেশকে সমীহ করেছেন খালিদ জামিল।
তিনি বলেন, “হ্যাঁ, বাংলাদেশ ভালো দল, ভালো খেলোয়াড় আছে। আমি দেখেছি, তাদের গুণগত মান আছে। ঘরে-বাইরে খেলায় তারা উন্নতি করেছে। প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা প্রস্তুতি নিয়েছি, তবে সবাইকে দায়িত্ব নিতে হবে।”
চাপ কতটুকু অনুভব করছেন জানতে চাইলে খালিদ জামিল সংক্ষেপে বলেন, “হ্যাঁ, চাপ আছে। সবাই জানে দায়িত্ব নিতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।”
শিলংয়ের ম্যাচে বাংলাদেশকে মোকাবিলায় অবসর ভাঙে সুনিল ছেত্রী ফিরেছিলেন। তবে এবার আন্তর্জাতিক ফুটবলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা ছেত্রী দলের স্কোয়াডে নেই। কোচ বলেন, “সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছে, তাই আমাদের ভাবনায় নেই।”
বাংলাদেশের শক্তিশালী হয়ে ওঠা দল নিয়ে খালিদ জামিল বলেন, “আমরা একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করি না। বাংলাদেশের সব খেলোয়াড়ই ভালো। তাই পুরো দলকে নিয়েই পরিকল্পনা করছি।”






























