শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২০ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শেয়ার

এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত ৪


Expressway-accident

চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা এলাকায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে একটি প্রাইভেট কার এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। এতে এক পথচারী নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলো মো. শফিক (৫৫)। তিনি চট্টগ্রাম বন্দরের একজন কর্মী। আহতদের মধ্যে এক তরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গাড়িটি পতেঙ্গা থেকে শহরের দিকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর থেকে গাড়িটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে। তবে কীভাবে গাড়িটি ছিটকে পড়ে তা এখনও জানা যায়নি।