
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে
তেঁতুলিয়ায় শীত জেঁকে বসতে শুরু করেছে। ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। চারদিকে যেন জমাট শীতের ছোঁয়া। হিমেল বাতাসে শীতের অনুভূতি আরও বেড়ে যাওয়ায় শীতজনিত রোগও বাড়ছে। কুয়াশা ও ঠান্ডায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
রবিবার (২৩ নভেম্বর)সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যদিও ঘন কুয়াশা ছিল না, তবে আর্দ্রতা ও হিমেল বাতাস মিলেই শীতের তীব্রতা বাড়িয়েছে। সকালে হালকা কুয়াশা কাটার পর রোদ উঠলেও শীত কমেনি।
এর আগের দিন শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিন-রাতের তাপমাত্রার বড় ব্যবধানের কারণে ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। দেবীগঞ্জ, বোদা, আটোয়ারীসহ পুরো জেলায় ভোর থেকেই বইছে শীতল বাতাস। স্থানীয়রা বলছেন, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের দাপট স্পষ্টভাবে বেড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরেই তেঁতুলিয়ার তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল। রবিবার তা আরও কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নামতে পারে বলে তিনি ধারণা করছেন। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি চেপে বসবে বলে জানান তিনি।





























