শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৭ নভেম্বর ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল টেকনাফ


Earthquake

ফাইল ছবি

মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.০।

ভূকম্পনবিষয়ক আন্তর্জাতিক মনিটরিং সাইট ভলকানো ডিসকভারি জানায়, ভূমিকম্পটি খুব স্বল্পমাত্রার ছিল, ফলে টেকনাফ শহর ও আশপাশের অধিকাংশ মানুষ ঝাঁকুনি প্রায় টেরই পাননি।

যদিও উৎপত্তিস্থলের গভীরতা সম্পর্কে ভলকানো ডিসকভারি বিস্তারিত জানাতে পারেনি, তবে ইউরোপিয়ান- মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়—ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল, যা তুলনামূলক স্বল্প গভীরতার হওয়ায় কম্পন অল্প হলেও তীব্রভাবে অনুভূত হওয়ার সম্ভাবনা ছিল।

স্থানীয়ভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে মাঝরাতে হঠাৎ ভূকম্পন অনুভূত হওয়ায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।

বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল ভূ-কম্পনপ্রবণ হওয়ায় মাঝেমধ্যেই এ ধরনের মাইক্রো বা লো-ইনটেনসিটি ভূমিকম্প দেখা যায়। সতর্কতা হিসেবে ভবন কাঠামো ও প্রস্তুতিমূলক ব্যবস্থাপনা জোরদারের পরামর্শ দিয়েছেন তারা।