শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন
শেয়ার

টানেলে অবরুদ্ধ ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যার দাবি ইসরায়েলের


army-Israel

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফাহর টানেলগুলোতে অবরুদ্ধ থাকা সব ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে- এমন দাবি করেছে ইসরায়েল।

দেশটির নিরাপত্তা সূত্রের তথ্য উদ্ধৃত করে চ্যানেল ১৪–এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল গাজার ‘ইয়েলো জোন’ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রেখে সেখানে সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনা করছে।

এর আগে রোববার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত কয়েক দিনে রাফাহর টানেলে তারা ৪০ জন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে। এসব তথ্য ইঙ্গিত দেয়, দক্ষিণ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র হয়েছে।

এদিকে হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি আহত হয়েছেন।