শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৯ নভেম্বর ২০২৫, ৮:০২ অপরাহ্ন
শেয়ার

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪৮


ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত এক সপ্তাহের টানা ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৪৮ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে শতাধিক মানুষ এখনো নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পশ্চিম সুমাত্রার আগাম জেলায় উদ্ধারকারীরা নতুন করে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত ৫০০-র বেশি মানুষ আহত এবং ৭৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ছয় হাজার।

বিএনপিবির প্রধান সুহারিয়ান্তো জানিয়েছেন, বহু দুর্গম এলাকা এখনো উদ্ধারকর্মীদের আওতার বাইরে রয়ে গেছে। এসব এলাকায় আরও অনেক মানুষ আটকে বা নিখোঁজ থাকতে পারে। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার পর্যন্ত পশ্চিম সুমাত্রায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি উত্তর সুমাত্রায় ১১৬ জন এবং আচেহ প্রদেশে কমপক্ষে ৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

আলজাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়, কেবল ইন্দোনেশিয়া নয়—টানা বর্ষণে মালয়েশিয়া, থাইল্যান্ড ও আশপাশের দেশগুলোতেও বন্যা দেখা দিয়েছে। এতে তিন দেশে মিলিয়ে প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের আটটি প্রদেশে মারা গেছে ১৪৫ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৫ লাখ মানুষ। মালয়েশিয়ায় মৃত্যু হয়েছে দুইজনের।

ঝড়-বৃষ্টি অব্যাহত থাকায় সুমাত্রার পার্বত্য অঞ্চলের নদীগুলো উপচে পড়ে আশপাশের গ্রামগুলো তলিয়ে গেছে। তীব্র স্রোতে ঘরবাড়ি, সেতু ও সড়ক ধসে পড়েছে। যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়ে ত্রাণ ও উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

উত্তর সুমাত্রার সেন্ট্রাল তাপানুলি ও আশপাশের এলাকায় বর্তমানে বিমানযোগে ত্রাণ পাঠানো হচ্ছে। বহু পরিবার এখনো পানিবন্দি পরিস্থিতিতে রয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা রাতদিন অভিযান চালিয়ে যাচ্ছেন।