শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১ ডিসেম্বর ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ন
শেয়ার

সিডনিতে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ


biman-crash

বিধ্বস্ত হওয়া বিমান। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে মাঝ আকাশে দুইটি ভ্যান’স আরভি-৭ মডেলের বিমানের সংঘর্ষ হয়েছেছে। চারটি বিমানের একটি ফরমেশন ফ্লাইটের অংশ ছিল এগুলো। সংঘর্ষের ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) এ ঘটনা নিশ্চিত করেছে এবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের পর জরুরি সেবাকর্মীরা স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে ওয়েডারবার্নের ন্যাপার ফিল্ডে পৌঁছে। ফরমেশন ফ্লাইট শেষে ফেরার পথে দুই বিমানের মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি)।

এটিএসবি জানায়, সংঘর্ষে জড়িত একটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অন্যটি ভূমিতে আছড়ে পড়ে এবং পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য বিমানের পাইলট অক্ষত রয়েছেন।

পুলিশ জানায়, বিধ্বস্ত বিমানটি নিকটবর্তী ঝোপঝাড়ে পড়েছিল, সেখান থেকেই উদ্ধার করা হয় নিহত পাইলটের মরদেহ। ওই পাইলট নিউ সাউথ ওয়েলস স্পোর্ট এয়ারক্রাফ্ট ক্লাবের ওয়েডারবার্ন শাখার সদস্য ছিলেন এবং ফরমেশন ফ্লাইং অনুশীলন করছিলেন।

দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জন তারু জানান, খারাপ আবহাওয়ার মধ্যেই তারা উড়ছিলেন, হঠাৎ একজন সরে গেলে অন্যজন পেছন থেকে তাকে অনুসরণ করে—এরপরই শোনা যায় প্রচণ্ড শব্দ।

এটিএসবি জানিয়েছে, চারজন নিরাপত্তা তদন্তকারী ইতোমধ্যে ঘটনাস্থলে যাচ্ছেন। তারা প্রমাণ সংগ্রহ, ধ্বংসাবশেষ পরীক্ষা, স্থানটির মানচিত্র তৈরি এবং পাইলটের রেকর্ডসহ বিভিন্ন তথ্য যাচাই করবেন। দুই মাসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।