রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৩ অগাস্ট ২০১২, ১:১১ অপরাহ্ন
শেয়ার

পঞ্চম স্থান নিয়ে লন্ডন অলিম্পিককে স্বরণীয় করে রাখল দক্ষিন কোরিয়া


 ডেস্ক রিপোর্টঃ রোববার লন্ডন স্টেডিয়ামে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়ে গেল ৩০ তম গ্রীষ্মকালীন অলিম্পিক। প্রতিবারের মতো এবারও মূল লড়াইটা ছিল চীন এবং আমেরিকার মধ্যেই। শেষ পর্যন্ত আমেরিকাই তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। ৪৬ টি স্বর্ণসহ মোট ১০৪টি পদক নিয়ে লন্ডন অলিম্পিকের সবচেয়ে বেশি পদক পেয়েছে আমেরিকা। প্রতিদ্বন্দ্বী চীন প্রথম দিকে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত আমেরিকার সাথে পেরে উঠেনি। ৩৮টি স্বর্ণসহ ৮৭টি পদক নিয়ে শেষ করেছে অলিম্পিকের ৩০তম আসর।


দক্ষিন কোরিয়া এবারের অলিম্পিকে আশার চেয়ে ভাল ফলাফল করেছে। ১৩টি স্বর্ণসহ ২৮টি পদক নিয়ে পঞ্চম স্থানে থেকে লন্ডন অলিম্পিককে স্বরণীয় করে রাখল দক্ষিন কোরিয়া। অলিম্পিক শুরুর আগে কমপক্ষে ১০টি স্বর্ণ নিয়ে ঘরের ফেরার কথা দিয়েছিলেন কোরিয়ান এথলেট টিম ম্যানেজমেন্ট। আরো ৩টি স্বর্ণ যোগ করে কোরিয়ানদের আনন্দে ভাসিয়ে দেওয়া কোরিয়ান ডেলিগেশন টিমের প্রধান লি কি হিয়ং বলেন, এবারের অলিম্পিকে আমাদের ভাল কিছু করার সুযোগ ছিল, আমাদের খেলোয়াড়েরা সে সুযোগ কাজে লাগিয়েছে। আমরা আমাদের টার্গেট সম্পন্ন করতে পারায় এবং দেশের মানুষকে আনন্দ দিতে পারায় সম্মানিত বোধ করছি।
এবারের অলিম্পিকে সবকিছুকে ছাড়িয়ে যায় জাপানকে হারিয়ে প্রথমবারের মত অলিম্পিক ফুটবলে পদক জেতা। উল্লেখ্য জাপানকে ২-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় দক্ষিন কোরিয়া।