রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২১ জুলাই ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
শেয়ার

ফিরেই সাগরিকার গোল, প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ


তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন মোসাম্মত সাগরিকা। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে মাঠে নেমেই গোল করে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। তার গোলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আজ কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে বাংলাদেশ একাদশে চার ফরোয়ার্ড—নবীরণ খাতুন, উমেলা মারমা, মোসাম্মত সাগরিকা ও পূজা দাসকে নিয়ে আক্রমণভাগ সাজান কোচ পিটার বাটলার। মাঝমাঠে মুনকি আক্তার, স্বপ্না রানী, শান্তি মার্ডি ও ঐশী খাতুনকে দায়িত্ব দেন খেলাটা নিয়ন্ত্রণে রাখার জন্য।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ১০ মিনিটেই তৈরি হয় চারটি উল্লেখযোগ্য সুযোগ। সপ্তম মিনিটে সেই আক্রমণের একটি থেকে আসে কাঙ্ক্ষিত গোল। পূজা দাসের কাছ থেকে বল পেয়ে তা বাড়িয়ে দেন স্বপ্না রানী। আর বল পেয়ে দারুণ চেষ্টায় নেপালের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে পাঠান সাগরিকা। এটি ছিল তিন ম্যাচে তার পঞ্চম গোল।

সাগরিকার গোলে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ শিবির। তবে ১২ মিনিট পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল নেপাল। গোলরক্ষক মিলি আক্তারের হাত ফসকে বেরিয়ে যাওয়া বলে শট নেন পূর্ণিমা রাই, তবে তা বাঁশিতে বাজে গোলপোস্ট। ফিরতি বলে হেড করলেও এবার নিখুঁতভাবে লুফে নেন মিলি।

প্রথমার্ধের বাকি সময়টা একটু রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছে বাংলাদেশ। নেপাল গোল শোধে মরিয়া হয়ে উঠলেও বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তা তাতে দেয়নি সুযোগ। বরং ৪৪ মিনিটে আবারো নেপালের রক্ষণে আতঙ্ক ছড়ান সাগরিকা।

ম্যাচ শুরুর আগে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত দেখা যায়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও দর্শকরা।