রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৫ জুলাই ২০২৫, ৯:৪৬ অপরাহ্ন
শেয়ার

মাইলস্টোন ট্র্যাজেডিতে ম্যানচেস্টার ইউনাইটেডের শোক বার্তা


গত সোমবার রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই। মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছে ব্রিটিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

এই ঘটনায় আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্লাবটি আজ শুক্রবার তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে।

ফেসবুক পোস্টে বলা হয়, “ঢাকায় সাম্প্রতিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি ভালোবাসা ও সমবেদনা জানাচ্ছি। আপনারা যেন শান্তিপূর্ণভাবে হারানো প্রাণগুলোর জন্য শোক পালন করতে পারেন — সেই কামনা রইল।”

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় আজ শুক্রবার পর্যন্ত অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। তাদের কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।