শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২৭ জুলাই ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন
শেয়ার

এআইভিত্তিক কম্পিউটিং সিস্টেম আনল হুয়াওয়ে


আইভিত্তিক কম্পিউটিং সিস্টেম আনল হুয়াওয়ে

নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কম্পিউটিং সিস্টেম উন্মোচন করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। এই প্রযুক্তি মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার সবচেয়ে উন্নত সিস্টেমকেও টেক্কা দিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শনিবার সাংহাইয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে (ডব্লিউএআইসি) প্রথমবারের মতো জনসমক্ষে উন্মোচিত হয় ‘ক্লাউডম্যাট্রিকস ৩৮৪’ নামের এই ব্যবস্থা। সেখানে হুয়াওয়ের বুথে এটি দেখতে উপচে পড়া ভিড় দেখা যায়।

চলতি বছরের এপ্রিলেই হুয়াওয়ে প্রথম এই সিস্টেমের ঘোষণা দিয়েছিল। তখন থেকেই এটি বৈশ্বিক এআই খাতের বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করে। বিশ্লেষকেরা এটিকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার ‘GB 200 NVL 72’ সিস্টেমের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। এনভিডিয়ার GB 200 NVL 72–ই এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী এআই সিস্টেম হিসেবে বাজারে রয়েছে।

হুয়াওয়ে বলছে, তাদের ব্যবহৃত ‘সুপারনোড’ স্থাপত্যে চিপগুলোর মধ্যে অতি দ্রুত গতিতে সংযোগ স্থাপন সম্ভব, যা সিস্টেমের পারফরম্যান্স বাড়িয়ে দেয়। জুন মাসে হুয়াওয়ে ক্লাউডের প্রধান নির্বাহী ঝ্যাং পিংআন জানান, ক্লাউডম্যাট্রিকস ৩৮৪ ইতিমধ্যে হুয়াওয়ে ক্লাউড প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে কাজ করছে।