রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৮ জুলাই ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ নিয়ে অনুভূতি জানালেন হামজা


বাংলাদেশ নিয়ে অনুভূতি জানালেন হামজা

বাংলাদেশি বৃটিশ ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ লিগের অত্যন্ত পরিচিত মুখ। বর্তমানে খেলছেন লেইসেস্টার সিটি ক্লাবে। সোমবার (২৮ জুলাই) রাতে লেইসেস্টার সিটি ক্লাব তাদের সাড়ে নয় মিলিয়ন ফলোয়ার সমৃদ্ধ অফিসিয়াল ফেসবুকে হামজা চৌধুরীকে নিয়ে একটি টিজার প্রকাশ করেছে। যেখানে হামজা চৌধুরী কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশ নিয়ে জানিয়েছেন তার ভালোলাগা এবং আবেগের কথা।

হামজা চৌধুরীর সেই সাক্ষাৎকারের শিরোনাম- বাংলাদেশের প্রতি হামজা যে ভালোবাসা অনুভব করেন। পুরো সাক্ষাৎকার পাওয়া যাবে লেইসেস্টার সিটি ক্লাবের অফিসিয়াল অ্যাপে।

ইংরেজিতে লেখা টিজারের বাংলা অনুবাদ নিচে তুলে ধরা হলো-

হামজা চৌধুরী

বাংলাদেশের প্রতি হামজা যে ভালোবাসা অনুভব করেন
“প্রথমবার যখন আমরা গিয়েছিলাম, তখন আমরা আমার গ্রামে ফিরে গিয়েছিলাম, তাই সেটা ছিল একেবারে গ্রামীণ এলাকা। আমার শৈশবের বড় একটি অংশ কেটেছে সেখানেই।
“[সেখানে যে অভ্যর্থনা পেয়েছি] তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ছেলেরা এটা নিয়ে প্রায়ই কথা বলে, সত্যিই অবিশ্বাস্য। আমি মনে করি না, এ ধরনের কিছু কখনো স্বাভাবিক লাগবে।
“ফুটবলার হিসেবে আমরা যুক্তরাজ্যে অনেক মনোযোগ পাই, কিন্তু আমি সেখানে যে অভ্যর্থনা পেয়েছি, তার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। এটা এক অসাধারণ অনুভূতি।
“অনেকে বলতে পারে, এটা হয়তো ভীতিকর বা অতিরিক্ত মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে, আমার হৃদয়ের অনেকটাই সেখানে। ওরা সবাই শুধু ইতিবাচকতা আর ভালোবাসা নিয়ে এসেছে আমার জন্য, তাই এটা সত্যিই অসাধারণ একটি অনুভূতি।”