
এবার আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে এআই প্রযুক্তি। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মহাকাশ আবহাওয়ার পূর্বাভাস মডেল চালু করেছে চীন। দেশটির বাণিজ্যিক শহর শাংহাইয়ে আয়োজিত ২০২৫ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের এক অনুষ্ঠানে এ মডেল উন্মোচন করা হয়েছে।
ফেংইউ নামের মডেলটি সৌর বায়ু, চৌম্বকমণ্ডল এবং আয়নমণ্ডলসহ মহাকাশের বিভিন্ন স্তরের ওপর ভিত্তি করে তৈরি, যা এটিকে প্রথম পূর্ণ-চেইন মহাকাশ আবহাওয়া পূর্বাভাস মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে।
চীন আবহাওয়া প্রশাসনের অধীনস্থ ন্যাশনাল স্যাটেলাইট মেটিওরোলজিক্যাল সেন্টারের মহাপরিচালক ওয়াং চিংসোং জানান, প্রথমবারের মতো বিভিন্ন মহাকাশীয় অঞ্চলের বহু-স্তরের মডেলগুলোর বুদ্ধিমত্তাভিত্তিক সংযোগ ও সমন্বয় সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে এতে। পুরো মডেলটিই স্থানীয়ভাবে এআই প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি।
মডেলটি সৌরঝড়ের কারণে সৃষ্ট সমস্যা, যেমন স্যাটেলাইট যোগাযোগ, নেভিগেশন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর প্রভাব মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





























