শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১ অগাস্ট ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শেয়ার

ভিভোর ফ্ল্যাগশিপ ওয়াই৪০০ এখন বাংলাদেশে, ছবি তোলা যাবে পানির নিচেও


ভিভোর ফ্ল্যাগশিপ ওয়াই৪০০

প্রথমবারের মতো যাত্রা শুরু করলো বাংলাদেশে ভিভোর ওয়াই সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়াই৪০০। ফোনটির ক্যামেরা সেগমেন্টে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫২ অটোফোকাস মেইন ক্যামেরা, দুই মেগাপিক্সেলের বোকে সেন্সর ও আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

পানির নিচের ছবি তুলতে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড, আর ছবিগুলো ইনহ্যান্স করতে আছে উন্নত এআই ফিচারস। ভিভো ওয়াই৪০০-এর ইউনিক ডিজাইন আর কালার অপশন একে করে তুলেছে নজরকাড়া।

বিশেষ করে ডাইনামিক গ্রিন কালারটি আলোয় ঝলমল করে নানা শেডে, যা ফোনটিকে দেয় স্টাইলিশ গ্ল্যামার। সঙ্গে রয়েছে পার্ল হোয়াইট কালার অপশনও।

৬ দশমিক ৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও পাতলা মেটালিক ফ্রেম ফোনটিকে দেয় প্রিমিয়াম লুক এন্ড ফিল। বেজেললেস স্ক্রিন, ১২০ হার্জ রিফ্রেশ রেট আর ১৮শ নিটস ব্রাইটনেস ফোনটিকে দেয় আরও ক্লিয়ার, আরও ব্রাইট ও ইনটেন্স ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।