শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৩ অগাস্ট ২০২৫, ১:০৩ অপরাহ্ন
শেয়ার

রোবটকে আরও স্মার্ট করতে বিশ্ব রোবট সম্মেলন, হিউম্যানয়েড রোবটে আকর্ষণ


রোবটকে আরও স্মার্ট করতে বিশ্ব রোবট সম্মেলন

রোবটকে আরও আধুনিক এবং যুগোপযোগী করতে আগামী ৮ থেকে ১২ আগস্ট বেইজিংয়ে বসছে বিশ্ব রোবট সম্মেলন ২০২৫। এবারের এই সম্মেলনে ১০০টিরও বেশি অত্যাধুনিক রোবটিক্স পণ্য প্রথমবারের মতো আত্মপ্রকাশ করবে, সংখ্যাটি গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

‘মেকিং রোবটস স্টার্টার, মেকিং এমবোডায়েড এজেন্টস মোর ইন্টেলিজেন্ট’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের রোবট সম্মেলনে বিশ্বজুড়ে ২০০টিরও বেশি শীর্ষস্থানীয় রোবটিক্স কোম্পানি তাদের ১৫০০টিরও বেশি পণ্য প্রদর্শন করবে।

হিউম্যানয়েড রোবট বা মানুষের মতো দেখতে রোবটগুলো বরাবরের মতোই সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে। এই বছর ৫০টি পূর্ণ-বডি হিউম্যানয়েড রোবট নির্মাতা তাদের সর্বশেষ উদ্ভাবন প্রদর্শন করবে, যা মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে রোবটের ভূমিকা তুলে ধরবে।