শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
মোঃ আব্দুল কাইয়ুম ক্যারিয়ার ৪ অগাস্ট ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন
শেয়ার

জিরো বাজেটে কমিউনিকেশন্স


জিরো বাজেটে কমিউনিকেশন্স

এবারের লেখাটা জিরো বাজেটে কমুনিকেশন্স নিয়ে কিভাবে কাজ করা যায়, তার ওপর। কমিউনিকেশন্সে কাজের জন্য বিশাল বাজেট সবসময় থাকে না, অনেক সময় দেখা যায় কোনো বাজেটই থাকে না। কিন্তু আপনি যদি সৃষ্টিশীল হন তাহলে সামান্য রিসোর্স দিয়েও অনেক কিছু করা সম্ভব।

আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আজ এ সংক্রান্ত কিছু বিষয় শেয়ার করবো। লো-কস্ট কিন্তু হাই ইম্পেক্ট পাওয়ার কৌশল।

নিজস্ব প্রতিভা-দক্ষতাকে কাজে লাগানো
প্রথম কথা হলো, টিমটাকে এইভাবে গড়তে হবে যেন, টিমের মধ্যেই কেউ ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং জানে। তাকে বা তাদের ইনিশিয়েটিভ নিতে দিতে হবে। আমার কর্মস্থলে আমরা টিমমেটদের স্কিল কাজে লাগিয়ে অনেক এনগেইজিং কনটেন্ট বানিয়েছি বিনা খরচে। দেখা গেছে সেসব কনটেন্ট অনেক ভালো রেজাল্ট দিয়েছে। কোনো কোনোটার ভিউ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

ফ্রি টুলস ব্যবহার
ক্যানভা, ক্যাপকাট, এডোবি এক্সপ্রেস- এসব টুল দিয়ে সহজেই সোশ্যাল মিডিয়ার জন্য ভিজ্যুয়াল বানানো যায়। আমাদের অনেক ক্যাম্পেইনের পোস্টার ডিজাইন করা হয়েছে পুরোপুরি ক্যানভাতে। তবে হ্যাঁ, এর জন্য টিমে ইয়াং ক্রিয়েটিভ কাউকে থাকা লাগবে। আর এখানেই ইয়াংদের কমুনিকেশন্সে ক্যারিয়ার শুরু করার অনেক সুযোগ।

তরুণ বা স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করা
আমাদের অনেক ক্যাম্পেইন আমরা করেছি বিভিন্ন ইউথ গ্রুপের সাথে। ওদের আইডিয়া, এনার্জি আর বাস্তবায়ন করার ক্ষমতা দারুণ রেজাল্ট দিয়েছে। আর যেইসব তরুণ ডেভেলপমেন্ট কমুনিকেশন্স নিয়ে ক্যারিয়ার করতে চায়, তাদের জন্য এরকম সুযোগ হাতাছাড়া করা যাবে না।

পুরনো কনটেন্টের নতুন ব্যবহার
আগের ভিডিও, ছবি বা রিপোর্ট থেকে নতুন আঙ্গিকে কনটেন্ট তৈরি করা যায়। আমরা যেমন প্রায়ই বিভিন্ন প্রজেক্টের আগের ফুটেজ রি-প্যাকেজ করে নতুন গল্প বানিয়েছি।

স্মার্ট সামাজিক যোগাযোগমাধ্যম কৌশল
অর্গানাইজেশনের মিটিং, ওয়ার্কশপ এইসব ৩০% আর বাকি ৭০% কনটেন্ট হওয়া উচিত। ওই সময়ে মানুষ সোশ্যাল মিডিয়াতে কি নিয়ে কথা বলছে তার সাথে মিল রেখে, তাহলেই হ্যাশট্যাগ ভাইরাল আর ক্যাম্পেইন রিচ হবে অর্গানিক।

ছাত্র-ছাত্রীদের এম্বাসেডর হিসেবে কাজে লাগানো
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের নিজ ক্যাম্পাসে এম্বাসেডর হিসেবে কাজ করতে আগ্রহি। তারা বিভিন্ন বিষয় যেমন ক্লাইমেট একশন বা এসডিজি নিয়ে ক্যাম্পেইন করে, নিজেরাই কনটেন্ট বানায়, প্ল্যানিং আর বাস্তবায়ন করে। এতে খরচ নেই বললেই চলে, কিন্তু রিচ অনেক! এটা উইন-উইন। তারা শেখে আমাদের কাছ থেকে আর আমরা শিখি তরুণদের কাছ থেকে।

অব্যবহৃত টাকার ব্যবহার
আমাদের সেক্টরে অনেক সময়ই প্রজেক্টের টাকা থেকে যায়, সেই বাজেট দিয়ে কমুনিকেশন্স এর জন্য ছোট ছোট অনেক কাজ করে ফেলা যায়। সেইদিকেও খেয়াল রাখতে হবে।

মোঃ আব্দুল কাইয়ুম: হেড অব কমিউনিকেশনস, ইউএনডিপি বাংলাদেশ।