শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৫ অগাস্ট ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

সৈকত পরিষ্কার করবে ‘বিচ কুকুর’


সৈকত পরিষ্কার করবে ‘বিচ কুকুর’

সমুদ্র সৈকত পরিষ্কার করছে রোবট! হ্যাঁ, এমনটাই দেখা গেলো চীনের একটি শহরের সমুদ্র সৈকতে। কাজটা যদিও পরীক্ষামূলকভাবে করা হচ্ছে তবে ভবিষ্যতে পাকাপাকিভাবেই সৈকত পরিষ্কার করবে বুদ্ধিমান রোবট।

যার কাজ হবে আবর্জনা পরিষ্কার করা। এমনকি বালির নিচে লুকিয়ে থাকা আবর্জনাও পরিষ্কার করতে পারবে এই রোবট। ট্র্যাকচালিত রোবটটির নাম রাখা হয়েছে ‘বিচ কুকুর’। রোবটটি তৈরি করেছে চীনের সাংহাই চিয়াও থোং বিশ্ববিদ্যালয়ের হাইনান গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা।

কীভাবে কাজ করে বিচ কুকুর? রোবটটি কাজ করে চার ধাপে—এটি চিরুনির মতো দাঁত দিয়ে বালির নিচ থেকে আবর্জনা তুলে আনে, এরপর জালের মতো ছাঁকনি কাঁপিয়ে বালির সঙ্গে ময়লা আলাদা করে, আলাদা করা আবর্জনা একটি বাক্সে ফেলে এবং রেক দিয়ে বালির গর্ত মসৃণ করে দেয়।

শুধু তাই নয়, রোবটটি সৌরশক্তিতে নিজে নিজেই চার্জ হতে পারবে। প্রয়োজনে নিজেই ব্যাটারি পরিবর্তন করবে। ‘বিচ কুকুর’ঘণ্টায় প্রায় ২,০০০ বর্গমিটার এলাকা পরিষ্কার করতে পারবে। আর একবার ব্যাটারি বদলে টানা কাজ করতে পারে ৮ ঘণ্টা পর্যন্ত।