
চীনের একদল গবেষক পরিবেশবান্ধব ইলেকট্রনিকস তৈরির জন্য নতুন একটি জৈব-রিসাইকেলযোগ্য উপকরণ আবিষ্কার করেছেন। ইলেকট্রনিক বর্জ্য কমাতে এবং টেকসই প্রযুক্তি উন্নয়নে সহায়ক হবে নতুন এই আবিষ্কার।
চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক ইউ শুহং-এর নেতৃত্বে দলটি একটি সেলুলোজ-ভিত্তিক কম্পোজিট ডাই-ইলেকট্রিক ফিল্ম তৈরি করেছে। এটি ইলেকট্রনিকস তৈরিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান।
এই উপকরণ তৈরিতে গ্লুকোজ ও অন্যান্য জৈবিক উপাদান ব্যবহার করে একটি বায়োম্যানুফ্যাকচারিং পদ্ধতি প্রয়োগ করা হয়। পরে এনজাইমের মাধ্যমে সেটি আবার গ্লুকোজে রূপান্তর করা যায়।
এই প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা, চাপ বা ক্ষতিকর রাসায়নিকের প্রয়োজন পড়ে না। ফলে পুরো উপাদানটি একটি বন্ধ চক্রে (ক্লোজড লুপ) রিসাইকেল করা সম্ভব হয়।
গবেষণায় বলা হয়েছে, এই উপকরণ দিয়ে তৈরি ইলেকট্রনিক যন্ত্রে সংকেত পরিবাহিত হওয়ার ক্ষতি অনেক কম হয়, যা প্রচলিত উপকরণ যেমন ইপোক্সি রেজিনের তুলনায় উন্নত।
উল্লেখযোগ্যভাবে, নতুন এই জৈব উপাদানের উৎপাদন খরচ প্রচলিত উপকরণের সমান হলেও পরিবেশে এর ক্ষতিকর প্রভাব অনেক কম।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে বিশ্বে প্রায় ৬২ বিলিয়ন কেজি ইলেকট্রনিক বর্জ্য তৈরি হয়েছে, যার মাত্র ২২.৩ শতাংশ পরিবেশবান্ধবভাবে রিসাইকেল করা হয়েছে।





























