শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৯ অগাস্ট ২০২৫, ১:১৫ অপরাহ্ন
শেয়ার

চাঁদ নিয়ে নতুন তথ্য


moon

চাঁদের অভ্যন্তরে ম্যান্টল স্তর তথা গলিত আগ্নেয় স্তরে সুপার-রিডিউসড অবস্থার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। চাঁদের দূর-প্রান্ত থেকে নমুনা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের লুনার এক্সপ্লোরেশন অ্যান্ড স্পেস ইঞ্জিনিয়ারিং সেন্টার। এতে করে প্রমাণ হয়েছে, চাঁদের নিকট-প্রান্ত ও দূর-প্রান্তের পার্থক্য শুধু পৃষ্ঠে নয়, বরং কয়েকশ কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত।

নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত গবেষণায় বলা হয়, চীনের ছাং’-এ-৬ এর অবতরণস্থলের নিচের ম্যান্টল অংশ শুধু যে শুষ্ক বা কম উপাদান সম্পন্ন তা নয়, বরং রাসায়নিকভাবে আরও কম অক্সিজেনযুক্ত অবস্থায় রয়েছে। এর মানে সেখানে উপাদানগুলো নিম্ন অক্সিডেশন অবস্থায় বিদ্যমান।

ইনস্টিটিউট অব জিওলজি অ্যান্ড জিওফিজিক্সের গবেষক ইয়াং ওয়েই বলেন, ‘এটি হয়তো কখনও অক্সিডাইজড হয়নি, অথবা পরে কোনো বড় আঘাতজনিত ঘটনায় আরও অক্সিজেন-স্বল্প হয়ে গেছে।’

চাঁদের গঠন তিন ভাগে— ভূ-পৃষ্ঠ (ক্রাস্ট), ম্যান্টল ও কেন্দ্রীয় অংশ (কোর)। প্রায় এক হাজার কিলোমিটার পুরু ম্যান্টল চাঁদের মোট আয়তনের অর্ধেকেরও বেশি এবং স্তরটি আগ্নেয়গিরির কার্যকলাপ ও বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।