রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১০ অগাস্ট ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা



অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিতের দৌড়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ। রোববার লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে বাছাইপর্বের গ্রুপ ‘এইচ’ এর ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের করুণ পরাজয় সয়ে মাঠ ছাড়তে হয়েছে পিটার বাটলারের দলকে। তবু জটিল সমীকরণের কারণে এখনো টিকে আছে মূল পর্বে খেলার আশা।

ম্যাচের শুরুতে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। ১৫ মিনিটে গোল করে লিড নেয় লাল-সবুজের মেয়েরা। কিন্তু মাত্র দুই মিনিট পরই সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে আর গোল না হলেও বিরতির পর ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণ।

৪৮ মিনিটে ২-১, ৬০ মিনিটে ৩-১—এভাবে ব্যবধান বাড়ায় কোরিয়ানরা। শেষ মুহূর্তে ঝড় তোলে তারা, ৮৭ ও ৯০ মিনিটে দুটি গোল এবং যোগ করা সময়ে আরও একটি গোল হজম করে বাংলাদেশ। এতে বড় হারের পাশাপাশি জটিল হয়ে যায় তাদের মূল পর্বের সমীকরণ।

গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ করলেও বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। বাছাইপর্ব থেকে সেরা তিন রানার্সআপ মূল পর্বের টিকিট পাবে, আর বর্তমানে ওই তালিকায় বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। লেবানন ও চাইনিজ তাইপের মতো দলের ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে, পিটার বাটলারের শিষ্যদের ভাগ্যে এশিয়ান কাপের মঞ্চ জোটে কি না।