
রদ্রিগো গোয়েসকে ঘিরে ইউরোপের দলবদল বাজারে শুরু হয়েছে নতুন উত্তেজনা। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকার প্রতি দীর্ঘদিন ধরেই আগ্রহী পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। গত মৌসুমেও তাকে দলে টানতে চেয়েছিল তারা, তবে তখন রিয়ালের অবস্থান ছিল একেবারেই অনড়, বিক্রির প্রশ্নই ওঠেনি। কিন্তু জাবি আলোনসো কোচ হওয়ার পর পরিস্থিতি বদলেছে। এখন সুযোগ পেলে রদ্রিগোকে বিক্রি করতেই যেন স্বস্তি পাবে রিয়াল।
তবে শুরুতে রদ্রিগোর জন্য খুব বেশি নড়াচড়া করেনি সিটি। কারণ, তাদের স্কোয়াডে আছেন জ্যাক গ্রিলিশ ও সাভিনহোর মতো উইঙ্গার, আর একাডেমি থেকে উঠে আসা জেমস ম্যাকএটিও মূল দলে জায়গা পেয়েছেন। কিন্তু সম্প্রতি এই তিনজনেরই ক্লাব ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের দাবি, গ্রিলিশ ধারে যোগ দিতে পারেন এভারটনে, ম্যাকএটিও যেতে পারেন অন্যত্র, আর সাভিনহোকে কিনতে প্রায় ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে টটেনহ্যাম। সাভিনহোও নিয়মিত খেলার সুযোগ পেলে ম্যানসিটি ছাড়তে আগ্রহী।
এই পরিস্থিতিতে রদ্রিগোকে নেওয়ার দৌড়ে ফের সক্রিয় হয়েছে সিটি। রিয়াল মাদ্রিদ তার জন্য চাইছে ৯০-১০০ মিলিয়ন ইউরো। সাভিনহো বিক্রি হলে সিটিজেনদের হাতে নতুন সাইনিংয়ের বাজেট তৈরি হবে। সংবাদমাধ্যমের মতে, রদ্রিগোও ম্যানসিটিতে যোগ দিতে আগ্রহী।
এরই মধ্যে আর্সেনালও রদ্রিগোকে কেনার তালিকায় রেখেছে মৌসুমের শেষ দিক থেকে। লিভারপুলও একসময় আগ্রহ দেখালেও বাজারে বড় অঙ্ক খরচ করে ফেলায় এখন আর খুব একটা সক্রিয় নয়। নতুন মৌসুম শুরু হওয়ার আগে রদ্রিগোকে ঘিরে ম্যানসিটি ও আর্সেনালের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই জমে উঠতে পারে।





























