
আট বছরের প্রেমের পর আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে যাচ্ছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজ। বাগদানের ঘোষণা দিয়েছেন জর্জিনা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাঁদের আঙুলে আঙুল জড়ানো একটি ছবি। আর সেখানেই নজর কেড়েছে তাঁর হাতের আঙুরের দানার মতো বিশাল হিরের আংটি।
এই আংটির আকার এতটাই বড় যে তা প্রায় ঢেকে ফেলেছে জর্জিনার রিং ফিঙ্গারের পুরো উপরের অংশ। বিশালাকার ডিম্বাকৃতি হিরে বসানো হয়েছে সাদা স্বর্ণ বা হোয়াইট গোল্ডের মতো দেখতে ধাতব বেসে। এর চারপাশে রয়েছে অসংখ্য ছোট হিরে, যা মূল পাথরের ঝলক বাড়িয়ে দিয়েছে বহুগুণ। যদিও আংটির ব্র্যান্ড নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে এটি কার্টিয়েরের, যার গয়না একাধিকবার পরতে দেখা গেছে জর্জিনাকে।
কত দামের এই আংটি?
জুয়েলারি বিশেষজ্ঞ ইন্যাকি তোরেস জানিয়েছেন, আংটির মূল্য আনুমানিক ১০.৯ মিলিয়ন থেকে ১৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২১ থেকে ১৪৪ কোটি টাকা)। অন্য কিছু বিশেষজ্ঞের মতে, যদি এটি সত্যিই কার্টিয়েরের হয়ে থাকে, তবে এর ন্যূনতম দাম হবে প্রায় ৫.৪ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে, এটি ক্লাসিক কার্টিয়েরের ১৮৯৫ মডেল, যার কেন্দ্রে রয়েছে অন্তত ৪০ ক্যারেটের হিরে, যা এলিজাবেথ টেলরকে রিচার্ড বার্টনের দেওয়া কিংবদন্তি আংটির সঙ্গে তুলনা টেনে এনেছে।

প্রেমের শুরু ২০১৬ সালে
২০১৬ সালের শেষ দিকে প্রথম দেখা হয় রোনালদো ও জর্জিনার। ২০১৭ সালের জানুয়ারিতে তাঁরা প্রকাশ্যে সম্পর্কের ঘোষণা দেন। এর পর থেকে একসঙ্গে গড়ে তুলেছেন ভালোবাসা ও পরিবারের বন্ধন। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র, দত্তক নেওয়া যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেও, এবং তাঁদের দুই কন্যা সন্তান আলানা ও বেলা। তবে বেলার যমজ ভাই অ্যাঞ্জেল জন্মের পরপরই মারা যায়।
সূত্র: বিইন স্পোর্টস





























