রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৫ অগাস্ট ২০২৫, ৯:১৫ অপরাহ্ন
শেয়ার

এবার ভুটানের ক্লাবে খেলবে বাংলাদেশের অধিনায়ক আফঈদা


বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার

বাংলাদেশের বেশ কয়েকজন নারী ফুটবলার ইতিমধ্যে ভুটানের ক্লাবে খেলছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের নাম। রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন তিনি। একই ক্লাবের হয়ে খেলতে আফঈদার সঙ্গে ভুটান গেছেন বাংলাদেশ দলের আরেক খেলোয়ার স্বপ্না রানী।

এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টকে সামনে রেখেই আফঈদা-স্বপ্নাকে দলে নিয়েছে ক্লাবটি। আরটিসিতে আগে থেকেই খেলছেন বাংলাদেশের তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।

২৫-৩১ আগস্ট লাওসে হবে চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে। যেখানে আরটিসির প্রতিপক্ষ তাইওয়ানের কাওসিউং অ্যাটাকার্স, উত্তর কোরিয়ার নায়েগোহিয়াং ও স্বাগতিক মাস্টার সেভেন এফসি।