আইফোন প্রেমীদের জন্য আসছে বড় চমক। বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে স্লিম মডেল ‘আইফোন ১৭ এয়ার’। চলতি বছরের সেপ্টেম্বরেই উন্মোচিত হবে আইফোন ১৭ সিরিজ, যার অন্যতম আকর্ষণ হবে এই আল্ট্রা-স্লিম মডেল।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৭ এয়ারের পুরুত্ব হবে মাত্র ৫.৫ মিলিমিটার। ফলে এটি শুধু অ্যাপলের পূর্বের সবচেয়ে পাতলা আইফোন ৬-এর রেকর্ডই ভাঙবে না, বরং স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজকেও পেছনে ফেলবে। পাতলা বডির মধ্যেই থাকছে ৬.৬ ইঞ্চির বড় স্ক্রিন।
অ্যাপল সাধারণত ‘এয়ার’ নাম ব্যবহার করে তাদের ম্যাকবুক সিরিজে। এবার প্রথমবারের মতো সেই ব্র্যান্ডিং আসছে আইফোনে। তবে অতিরিক্ত সরু ডিজাইন ধরে রাখতে কোম্পানি কিছু ছাড় দিয়েছে। শোনা যাচ্ছে, আইফোন ১৭ এয়ারে থাকতে পারে কেবল একটি রিয়ার ক্যামেরা এবং সম্ভবত নিচে স্পিকারের জায়গাও থাকছে না। সেক্ষেত্রে ফোনের প্রধান সাউন্ড আসবে উপরের ইয়ারপিস থেকে।
ডিভাইসটির সম্ভাব্য মূল্য হতে পারে ৯৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা)। কালো, সিলভার এবং হালকা সোনালি রঙে বাজারে আসবে আইফোন ১৭ এয়ার।





























