রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৭ অগাস্ট ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
শেয়ার

সুরভীর হ্যাটট্রিকে শিরোপার লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ


SUROVI
ভারতের বিপক্ষে হারের ধাক্কায় ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল ঘুরে দাঁড়াল নেপালের বিপক্ষে। বুধবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে সুরভী আকন্দের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-১ গোলে জয় পেয়েছে মাহবুবুর রহমান টিটুর শিষ্যরা।

এই জয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল বাংলাদেশের মেয়েরা। সামনে বাকি দুটি ম্যাচ ভুটান ও ভারতের বিপক্ষে। ভুটানের বিপক্ষে সহজ জয় আশা করছে দল। সেই জয় হলে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জমবে শিরোপার হিসাব। এবারের আসরে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দু’বার করে, সর্বাধিক পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।

৩৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন অনূর্ধ্ব-১৯ দলের ১০ নম্বর জার্সিধারী থুইনু মারমা। তার চোখ ধাঁধানো ড্রিবলিং শেষ হয় দুর্দান্ত এক গোল দিয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে মামনি চাকমার পাস থেকে গোল করে লিড দ্বিগুণ করেন সুরভী।

তবে বিরতিতে যাওয়ার আগেই একটি গোল শোধ করে নেপাল, ফলে প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া নেপালকে হতাশ করে ৭১ মিনিটে সুরভীর দ্বিতীয় গোল। তাতেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ৮৬ মিনিটে পূর্ণিমা মারমার ক্রসে হ্যাটট্রিক পূর্ণ করেন সুরভী, নিশ্চিত করেন দলের বড় জয়।

চার ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট। ভারতের পয়েন্ট ৩ ম্যাচে ১২। তারা ভুটানের বিপক্ষে জিতলে আরও এগিয়ে যাবে। আগামী ২৯ আগস্ট বাংলাদেশ ভুটানের মুখোমুখি হবে এবং ভারত খেলবে নেপালের সঙ্গে। উভয় দলই জিতলে শেষ ম্যাচে ভারত-বাংলাদেশ দ্বৈরথে শিরোপার ভাগ্য নির্ধারিত হবে গোল ব্যবধানে।