
মুসলিম পর্যটকদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে জাপানে
দিন দিন জাপানে বেড়ে চলেছে মুসলিম পর্যটকের সংখ্যা। তাদের আকৃষ্ট করতে দেশটি নিচ্ছে নানামুখী উদ্যোগ। বিশেষ করে মুসলিমদের ধর্মীয় চাহিদাকে গুরুত্ব দিয়ে শপিংমল, বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রগুলোতে চালু করা হচ্ছে নামাজের আলাদা কক্ষ।
জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের (জেএনটিও) তথ্য বলছে, গত এক দশকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তুরস্কের মতো দেশ থেকে জাপান ভ্রমণকারী মুসলিম পর্যটকের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। শুধু ২০২৩ সালেই এসব দেশ থেকে ৮ লাখ ৭০ হাজারের বেশি পর্যটক গেছেন জাপানে।
২০২৪ সালে রেকর্ড ৩৬.৮৭ মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছেন জাপানে, আর ২০২৫ সালের প্রথম আট মাসে আগমন বেড়ে ২৪.৯ মিলিয়নে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ও আগস্টে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। ইয়েনের দরপতন, সরাসরি ফ্লাইট বৃদ্ধি এবং জাপানের প্রচারণা এ প্রবণতাকে ত্বরান্বিত করেছে।
এতে খুচরা ব্যবসাগুলো তাদের কৌশলে নতুনভাবে ভাবতে বাধ্য হয়েছে। হালাল খাবারের পাশাপাশি নামাজের সুবিধা এখন মুসলিম পর্যটক টানার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
টোকিওর বিখ্যাত ‘মাতসুয়া গিনজা’ ডিপার্টমেন্টাল স্টোর, শিবুয়া পারকো শপিং সেন্টার এবং দেশজুড়ে বৃহৎ ‘এইয়ন মল’-এ ইতিমধ্যে নামাজ কক্ষ চালু করা হয়েছে। একইভাবে নারিতা ও হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরেও বাড়ানো হয়েছে নামাজের ব্যবস্থা।
শহরের বাইরের কিয়োটো টাওয়ার, ওসাকা ও চিবার প্রিমিয়াম আউটলেটেও মুসলিম দর্শনার্থীদের জন্য নামাজের আলাদা জায়গা রাখা হয়েছে। এছাড়া প্রযুক্তি-ভিত্তিক অ্যাপ ব্যবহার করে পর্যটকেরা সহজেই নামাজের সময়, কিবলা দিক ও নিকটতম নামাজ কক্ষের তথ্য পাচ্ছেন।
হালাল খাবার, নামাজ কক্ষ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে জাপান দ্রুতই মুসলিমবান্ধব ভ্রমণগন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে।





























