
ছবি: সংগৃহীত
শীতের হাওয়া বইতে শুরু করতেই যেন বেড়ানোর আগ্রহ আরও বেড়ে যায়। গরমের ক্লান্তি নেই, বৃষ্টির ঝামেলা নেই—প্রকৃতিও থাকে তার সেরা রূপে। তাই বছরের এই সময়টাকে ভ্রমণপ্রেমীরা অপেক্ষায় থাকেন নতুন কোনো জায়গায় ঘুরে আসার জন্য। শীতের শুরুতে পরিবার, বন্ধু বা একাই ঘুরতে চাইলে দেশের কিছু স্থান আপনাকে দিতে পারে অনন্য অভিজ্ঞতা। চলুন জেনে নেওয়া যাক—দেশের পাঁচটি মনোরম ভ্রমণ গন্তব্য, যেখানে শীতের এই মৌসুমে নির্দ্বিধায় যেতে পারেন।
১) সুন্দরবন: প্রকৃতির রহস্যঘেরা বিশাল রাজ্য
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শীতকালের জন্য অন্যতম আদর্শ ভ্রমণ স্পট। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জুড়ে বিস্তৃত এই বনের সৌন্দর্য শীতে আরও বাড়ে।
রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, কুমিরসহ নানা বন্যপ্রাণীর আবাসস্থল সুন্দরবন। কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ করে এখানকার নীরবতা—পাতা পড়ার শব্দ, জোয়ার-ভাটার পানির শব্দ আর খালভরা বাতাসের গুঞ্জন আপনাকে নিয়ে যাবে এক অদ্ভুত শান্তির জগতে।
২) জাফলং: পাহাড়, পানি আর পাথরের রূপকথা
সিলেটের জাফলং শীতের শুরুতে ভ্রমণের জন্য অন্যতম আকর্ষণীয় জায়গা। স্বচ্ছ পানির পিয়াইন নদী, রঙিন নুড়িপাথর, ঝুলন্ত ব্রিজ, ডাউকি নদীর অপূর্ব ধারা আর পাহাড়ের সবুজে ঘেরা পরিবেশ—সব মিলিয়ে জাফলং যেন প্রকৃতির এক চমৎকার সৃষ্টি।
সম্প্রতি যুক্ত হওয়া মায়াবী ঝরনাও বাড়িয়েছে এর জনপ্রিয়তা। শহরের কোলাহল থেকে দূরে কিছুটা শান্ত পরিবেশে সময় কাটাতে চাইলে জাফলং হতে পারে সেরা পছন্দ।
৩) শ্রীমঙ্গল: সবুজের রাজধানী
‘বাংলাদেশের চায়ের রাজধানী’ হিসেবে শ্রীমঙ্গলের সুনাম বহুদিনের। শীতের শুরুতে এখানকার সবুজ পাহাড়ি পথ আর চা বাগানের মনোরম দৃশ্য যে কাউকে বিমোহিত করবে।
লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, খাসিয়াপুঞ্জি, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনসহ অসংখ্য জায়গা আছে ঘুরে দেখার মতো। নীরব, সবুজ আর রহস্যঘেরা পরিবেশ শ্রীমঙ্গলকে শীতে একটি আদর্শ ভ্রমণবিন্দুতে পরিণত করেছে।
৪) নিঝুম দ্বীপ: শান্ত প্রকৃতির নীরব স্বর্গ
নোয়াখালীর দক্ষিণে অবস্থিত নিঝুম দ্বীপ সত্যিকারের ‘নিঝুম’ এক স্বপ্নরাজ্য। চারদিকে কেওড়া বন, অগণিত শ্বাসমূল, হরিণের পাল আর ঢেউয়ের গর্জন—সব মিলিয়ে এর সৌন্দর্য অন্যরকম।
সৈকতে বসে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা, বনের ভেতর দিয়ে হেঁটে যাওয়া বা নৌকায় সাগর ঘুরে দেখা—সব মিলিয়ে নিঝুম দ্বীপ শীতের শুরুতে ভ্রমণে এনে দেবে অন্যরকম প্রশান্তি।
৫) পঞ্চগড়: কাঞ্চনজঙ্ঘা দেখার উপযুক্ত সময়
বাংলাদেশের উত্তর প্রান্তের এই জেলা শীতের সময় হয়ে ওঠে বিশেষ আকর্ষণীয়। কারণ এসময় তেঁতুলিয়া ও পঞ্চগড় থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার বরফঢাকা শিখর। পরিষ্কার আকাশ আর হিমেল বাতাসে দূর থেকে পর্বতের এই দৃশ্য সত্যিই মোহময়।
শীতের শুরু থেকে ডিসেম্বর—এই সময়টিই কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা মৌসুম। পাশাপাশি কাছের দার্জিলিং পাহাড়শ্রেণির দৃশ্যও দেখা যায় এখান থেকে।
শীতের শুরুতে প্রকৃতি থাকে তার সবচেয়ে আরামদায়ক ও মানানসই রূপে। এই পাঁচটি জায়গা সেই অভিজ্ঞতাকে করে তুলবে আরও স্মরণীয়। তাই দেরি না করে পরিকল্পনা করে ফেলুন—এই শীতে ঘুরে আসুন দেশের সুন্দর কোনো গন্তব্যে।





























