শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

ইউরোপিয়ান ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধের আহ্বান আইন বিশেষজ্ঞদের


UEFA

গাজায় নৃশংসতার কারণে ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন (উয়েফা) থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিনকে পাঠানো এক খোলা চিঠিতে ৩০ জনেরও বেশি আইন বিশেষজ্ঞ জানান, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ তদন্ত দলের ‘গণহত্যা’ নিশ্চিতকরণ প্রতিবেদনের পর তাদের ফুটবল থেকে বহিষ্কার করা এখন জরুরি হয়ে পড়েছে।

চিঠিতে বলা হয়, উয়েফা ও এর সদস্যদের এখনই আন্তর্জাতিক আইন রক্ষায় নৈতিক ও আইনি দায়িত্ব পালন করতে হবে এবং ইসরায়েলি ফুটবলকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।

আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেন, ইসরায়েলের বোমা হামলায় গাজায় কমপক্ষে ৪২১ জন ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছেন এবং সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে গাজার ফুটবল অবকাঠামো। এতে এক প্রজন্মের ক্রীড়াবিদ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে ফিলিস্তিনি খেলাধুলার ভিত্তি।

তাদের ভাষ্য, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) এসব লঙ্ঘনের প্রতিবাদে কোনো পদক্ষেপ নেয়নি। এতে প্রতিষ্ঠানটি দমন-পীড়নের এ ব্যবস্থার অংশ হয়ে উঠেছে, যার ফলে উয়েফা প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ অগ্রহণযোগ্য।

তারা বলেন, গণহত্যাসহ আন্তর্জাতিক আইনের এমন স্পষ্ট লঙ্ঘনকে খেলাধুলার মাধ্যমে আড়াল করার প্রক্রিয়ায় উয়েফা কোনোভাবেই জড়িত থাকতে পারে না।

প্রসঙ্গত, ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত অক্টোবর থেকে গাজায় এখন পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকার বেশিরভাগ এলাকা। অবরোধ আরোপের কারণে ত্রাণসামগ্রী প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় মারাত্মক ক্ষুধার পরিস্থিতি দেখা দিয়েছে। চলতি বছরের আগস্টে জাতিসংঘ জানিয়েছে, গাজার পাঁচ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষে ভুগছে।