শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৬ সেপ্টেম্বর ২০১৪, ৪:৩৪ অপরাহ্ন
শেয়ার

ইনছন জয়ের স্বপ্ন হাতছাড়া করলো বাংলাদেশের মেয়েরা


নাগালে পেয়েও এশিয়ান গেমসে স্বর্ণ জেতার সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশের মেয়েরা। ইনছনের ইতিহাস করার সুযোগও হাতছাড়া হলো। দক্ষিণ কোরিয়ার ইনছনে আজকের ফাইনালে তারা পাকিস্তানের মেয়েদের কাছে হেরেছে মাত্র ৪ রানে। এতে রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের মেয়েদের।

Bangladesh cricket team womenটসে জিতে প্রথমে ব্যাট নিয়ে পাকিস্তানের মেয়েরা করে ৬ উইকেটে ৯৭ রান। বৃষ্টি কারণে প্রায় দেড় ঘণ্টা পর ব্যাট করতে নামে বাংলাদেশ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তখন তাদের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৭ ওভারে ৪৩ রান। কিন্তু এই রান করতে গিয়ে বাংলাদেশের মেয়েরা ৯ উইকেট হারিয়ে ৩৮ রান তুলতে পারে। সর্বোচ্চ ১০ করে রান করেন রুমানা আহমেদ ও ফারজানা হক। এছাড়া আর কারও রান দুই অংকের কোটায় পোঁছায়নি। কোন রান না করে ফিরেছেন ৩ জন ব্যাটার। আর মাত্র ১ করে রান করেছেন চারজন ব্যাটসম্যান।