
লা লিগার চলতি মৌসুমে প্রথম পরাজয়ের মুখ দেখল বার্সেলোনা। ইনজুরির কারণে লামিন ইয়ামাল ও রাফিনিয়াকে ছাড়াই মাঠে নেমেছিল হানসি ফ্লিকের দল। তবে এই দুই আক্রমণভাগের তারকাকে ছাড়া ছন্দ খুঁজে পায়নি কাতালান ক্লাবটি। সেভিয়ার মাঠ রামন সানচেজ পিজুয়ানায় ৪-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বার্সা।
রোববার (৫ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল স্বাগতিক সেভিয়া। খেলার ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বার্সার সাবেক স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ। প্রথমার্ধের ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইশাক রোমেরো। তবে বিরতির ঠিক আগে গোল করে ব্যবধান কমান ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কোস রাশফোর্ড।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। ৭৬ মিনিটে পেনাল্টির সুযোগও পায় তারা, কিন্তু রবার্ট লেভানডভস্কির শট ঠেকিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক। ফলে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় অতিথিদের।
শেষ মুহূর্তে সমতায় ফেরার চেষ্টায় ‘অল অ্যাটাক’ কৌশল নেয় ফ্লিকের দল, কিন্তু ফল হয় উল্টো। যোগ করা সময়ে পরপর দুই গোল হজম করে বার্সা। ৯১ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার হোসে অ্যাঞ্জেল কারমোনা এবং ৯৬ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার আকোর অ্যাডামস গোল করে সেভিয়াকে ৪-১ ব্যবধানে জয়ের আনন্দে ভাসান।
এই হারে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, গুরুত্বপূর্ণ এ জয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে সেভিয়া।





























