
উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর উপস্থিতিতে টিকটকের পক্ষ থেকে নতুন ফিচারটি চালুর ঘোষণা দেওয়া হয়
টিকটক এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে নতুন ফিচার ‘স্টেম ফিড’ চালু করা হয়েছে। স্টেম ফিড হলো টিকটক অ্যাপে একটি নতুন ফিড বা ডিজিটাল স্পেস যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ক কনটেন্টগুলো আলাদাভাবে পাওয়া যাবে। বাংলাদেশের কমিউনিটির জন্য ডিজিটাল মাধ্যমে শিক্ষার সুযোগ তৈরি করছে টিকটকের এই উদ্যোগ।
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর উপস্থিতিতে টিকটকের পক্ষ থেকে নতুন ফিচারটি চালুর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, টিকটকের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং ডিজিটাল শিক্ষার সঙ্গে যুক্ত থাকা কনটেন্ট ক্রিয়েটরর এবং গণমাধ্যম কর্মীরা।
শহর, গ্রামাঞ্চল এবং সুবিধাবঞ্চিত এলাকার মধ্যে শিক্ষাদানের সুযোগ সৃষ্টিতে প্রযুক্তি টিকটকের নতুন ফিচার কীভাবে কাজ করে সেটি এই আয়োজনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, স্টেম ফিড হলো টিকটক অ্যাপে একটি নির্দিষ্ট এবং আলাদা ডিজিটাল স্পেস যেখানে শুধু স্টেম এর বিষয়গুলো সম্পর্কিত কনটেন্ট দেখা যায়। বাংলাদেশের শিক্ষার্থীরাও এখন ভালো মানের এবং নির্ভরযোগ্য স্টেম কনটেন্ট খুঁজে পাবে টিকটকের এই স্টেম ফিডে। এছাড়া, হ্যাশট্যাগ #STEMTok নামে টিকটক একটি হ্যাশট্যাগ চালু করেছে। এই হ্যাশট্যাগটি ব্যবহার করে কনটেন্ট ক্রিয়েটর, এবং শিক্ষাবিদরা স্টেম কনটেন্ট তৈরি করতে পারবে। এই স্টেম কনটেন্টগুলো স্থানীয় ভাষাতেও সহজে পাওয়া যাবে।





























