শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৮ অক্টোবর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার

বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো


Ronaldo

অর্জনের ঝুলিতে যুক্ত হলো আরেকটি মাইলফলক। মাঠে গোল আর ট্রফির পর এবার অর্থনৈতিক দুনিয়াতেও রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্লুমবার্গের সাম্প্রতিক বিলিনিয়র ইনডেক্সে দেখা গেছে- এখনো পেশাদার ফুটবল খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার হয়েছেন রোনালদো।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগিজ তারকার বর্তমান মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। দুই দশকের বেশি সময় ধরে মাঠ কাঁপানো এই ফুটবলার জিতেছেন ব্যালন ডি’অর পাঁচবার, ইউরো চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগসহ অগণিত ট্রফি। এবার অর্থনৈতিক তালিকাতেও তিনি ছুঁয়েছেন এক নতুন উচ্চতা।

ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে রোনালদোর সর্বশেষ চুক্তিই তাকে বিলিয়ন ডলারের ক্লাবে তুলতে বড় ভূমিকা রেখেছে। গত জুনে করা ওই চুক্তির মূল্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার। এর বাইরে নাইকি ও আর্মানির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিও বাড়িয়েছে তার আয়।

শুধু আর্থিক দিক নয়, মাঠেও এখনো সমান তেজে ছুটছেন রোনালদো। পেশাদার ক্যারিয়ারে ইতিমধ্যে ৯৪৬ গোল করে তিনি এগোচ্ছেন ‘হাজারতম গোল’-এর স্বপ্নপূরণের পথে। বয়স ৪০ ছুঁলেও থামতে নারাজ এই তারকা। সম্প্রতি পর্তুগিজ সংবাদমাধ্যমে তিনি বলেন, “মানুষ, বিশেষ করে পরিবার বলে- তুমি সব অর্জন করেছ, এবার থামো। কিন্তু আমি থামব না, যতক্ষণ না হাজারতম গোল করি। আমি জানি সময় কম, কিন্তু বাকি পথটা উপভোগ করতে চাই।”

এরই মধ্যে আরেকটি বড় সম্মানও পেয়েছেন তিনি। মঙ্গলবার লিসবনে অনুষ্ঠিত ‘দ্য পর্তুগাল ফুটবল গ্লোবস’-এ পুরস্কৃত হয়েছেন রোনালদো। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, “এটা ক্যারিয়ার শেষের পুরস্কার নয়। এটা আমার বছরের পর বছর পরিশ্রম, নিবেদন আর উচ্চাকাঙ্ক্ষার স্বীকৃতি। আমি জিততে ভালোবাসি, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে চাই। তাদের উচ্ছ্বাসই আমাকে চালিয়ে যেতে সাহায্য করে।”

ফুটবলের ইতিহাসে বহু কিংবদন্তি এসেছেন, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো যেন এক ভিন্ন অধ্যায়- যিনি মাঠে যেমন অপ্রতিরোধ্য, মাঠের বাইরেও তেমনি অনন্য।

সূত্র: গোল ডট কম