
ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেটা নিয়ে এসেছে এক নতুন ও যুগান্তকারী ফিচার—‘রিলস ট্রান্সলেশন’। মেটা এআইয়ের সহায়তায় এখন ফেসবুক রিলসে থাকা ভিডিওগুলোর ভাষা অনুবাদ করা যাবে। প্রাথমিকভাবে এই ফিচারটি হিন্দি, পর্তুগিজ, স্প্যানিশ ও ইংরেজি ভাষায় চালু করা হয়েছে। ফলে ভিন্ন ভাষার কনটেন্টও এখন সহজেই বোঝা ও উপভোগ করা যাবে।
মেটার প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, খুব শিগগিরই আরও কয়েকটি ভাষা এতে যুক্ত করা হবে, যাতে বিশ্বজুড়ে আরও বেশি ব্যবহারকারী এ সুবিধা নিতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, রিলস ট্রান্সলেশন ফিচারটি ফেসবুক ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আনবে। এটি শুধু ভাষার বাধা দূর করবে না, বরং বিভিন্ন সংস্কৃতি ও অঞ্চলের কনটেন্ট একে অপরের কাছে পৌঁছে দেবে—যা সামাজিক যোগাযোগের জগতে সত্যিকারের ‘গেম চেঞ্জার’ হিসেবে বিবেচিত হচ্ছে।





























