
মাত্র ৩৭ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মোহাম্মদ নবী
শুরুটা ছিল দুর্দান্ত, মাঝপথে হোঁচট, আর শেষটা মোহাম্মদ নবীর বিধ্বংসী ব্যাটে আগুন ঝরা—সব মিলিয়ে জমজমাট এক ইনিংস খেলল আফগানিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে আফগানরা।
শুরুতে আফগান ব্যাটারদের ছন্দ দেখে মনে হচ্ছিল, দলটি ৩২০ কিংবা ৩৪০ রানের বড় সংগ্রহ পাবে। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান দলকে এনে দেন দারুণ সূচনা। প্রথম উইকেটে দুজন মিলে গড়ে তোলেন ৯৯ রানের জুটি। তবে ১৬তম ওভারে তানভির ইসলামের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে ৪২ রান করে ফেরেন গুরবাজ।
এরপর সেদিকুল্লাহ আতাল ও ইবরাহিম জাদরান মিলে ৭৪ রানের জুটি গড়েন। কিন্তু মাঝপথে সাইফ হাসানের ঘূর্ণিতে বিপাকে পড়ে আফগান ব্যাটিং। ৩২তম ওভারে আতাল (৪৭ বলে ২৯) আউট হওয়ার পর দ্রুতই সাজঘরে ফেরেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি (১০ বলে ২), ইকরাম আলিখিল (২), আর রানআউটে কাটা পড়েন ইবরাহিম জাদরান (৯৫)। মাত্র ১৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান।
সাইফ হাসান একাই তুলে নেন ৩ উইকেট, একটিতে সহায়তা আসে রানআউট থেকে। তবে এখানেই শেষ নয়—দলের হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি। ২১ বলে ২০ রান করে ফেরেন ওমরজাই, কিন্তু অপর প্রান্তে আগুন ঝরাতে থাকেন নবি। মাত্র ৩৭ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা।
শেষ পাঁচ ওভারে আসে ৬৭ রান, নবীর ঝড়েই ইনিংসের গতি ফেরে আগের তালে। তার ব্যাটেই ৯ উইকেটে ২৯৩ রানে থামে আফগানিস্তানের ইনিংস।
বাংলাদেশের হয়ে সাইফ হাসান নেন ৩ উইকেট, হাসান মাহমুদ ও তানভির ইসলাম পান ২টি করে, আর মেহেদী হাসান মিরাজের ঝুলিতে যায় ১টি উইকেট।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। তাই আজকের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য শুধু সম্মান রক্ষা, আর আফগানদের চোখ হোয়াইটওয়াশের দিকে।




























