রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৫ অক্টোবর ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ন
শেয়ার

লজ্জার ষোলকলা পূর্ণ করে আফগানদের কাছে ধবলধোলাই বাংলাদেশ


bd-afgan

আফগানদের কাছে ধবলধোলাই বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ওয়ানডে সিরিজে উল্টো চিত্র—ধবলধোলাইয়ের লজ্জায় ডুবতে হলো টাইগারদের। আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ২০০ রানের বিশাল ব্যবধানে হেরে লজ্জার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ৫ উইকেটে হার, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে অলআউট এক শ’র পরেই—শেষ ম্যাচেও দেখা গেল সেই একই দুরবস্থা। ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭.১ ওভারে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় পুরো দল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৪২) ও ইব্রাহিম জাদরানের জুটিতে আসে ৯৯ রান। পরের জুটিতে যোগ হয় আরও ৭৪ রান। সেঞ্চুরি হাতছাড়া করে জাদরান ফেরেন ৯৫ রানে। শেষ দিকে মোহাম্মদ নবীর ব্যাটে ঝড়—৩৭ বলে ৬২ রান, যাতে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা। নির্ধারিত ৫০ ওভারে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২৯৩ রান। বাংলাদেশের হয়ে সাইফ হাসান ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট হাতে শুরুটা ভালো হলেও দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ওপেনার সাইফ হাসান একাই কিছুটা প্রতিরোধ গড়েন—৫৪ বলে ৪৩ রান, তিন ছক্কা ও দুই চারে সাজানো ইনিংস। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

আফগান তরুণ পেসার বেলাল সামির গতি ও নিখুঁত লাইন-লেংথে তছনছ হয়ে যায় টাইগার ব্যাটিং। মাত্র দ্বিতীয় ওয়ানডেতে ৭.১ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। তাকে সহায়তা করেন রশিদ খান—৬ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট।

টি-টোয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশ করা বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে সেই দলের হাতেই ধবলধোলাই হলো—দুর্বল ব্যাটিং, ব্যর্থ কৌশল ও ধারহীন বোলিংয়ে লজ্জার এই পরিণতি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল টাইগারদের সীমাবদ্ধতা।