রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২১ অক্টোবর ২০২৫, ৯:১১ অপরাহ্ন
শেয়ার

শেষ ওভারের নাটকীয়তা, সুপার ওভারে গড়াল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ


bd

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক ম্যাচ উপহার দিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারের টানটান উত্তেজনা শেষে দেখা মিলল বিরল এক দৃশ্যের—টাই ম্যাচ! আর সেই সঙ্গে ওয়ানডেতে প্রথমবারের মতো সুপার ওভারের সাক্ষী হলো বাংলাদেশ।

শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল মাত্র ৫ রান, হাতে ২ উইকেট। বাংলাদেশের আশা তখনও জিইয়ে ছিল। বল হাতে ছিলেন অফস্পিনার সাইফ হাসান। প্রথম দুই বল ডট দিয়ে ম্যাচে ফেরেন তিনি। তৃতীয় ও চতুর্থ বলে সিঙ্গেল নেওয়ায় সমীকরণ দাঁড়ায় ২ বলে ৩ রান।

পঞ্চম বলেই আকিল হোসেনকে বোল্ড করে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ দল। শেষ বলে ৩ রান দরকার, ব্যাট হাতে খারি পিয়ের। সাইফের বলটিতে ক্যাচ তুলে দেন স্কয়ার লেগের দিকে, কিন্তু উইকেটরক্ষক নুরুল হাসান সোহান তালুবন্দী করতে পারেননি। সেই ফাঁকেই দুই রান নিয়ে ম্যাচকে সমতায় নিয়ে আসেন শেই হোপ ও পিয়ের।

এর আগে বাংলাদেশ সহজ জয়ের স্বপ্ন দেখছিল। দলীয় ১৩৩ রানে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট ফেলে দেয় টাইগাররা। তবে অধিনায়ক শেই হোপের (৫৩*) লড়াকু ইনিংস দলকে ম্যাচে রাখে শেষ পর্যন্ত।

বাংলাদেশের ইনিংসে শেষদিকে ঝড় তোলেন রিশাদ হোসেন। মাত্র ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংসে ৩ চার ও ৩ ছক্কা হাঁকান তিনি। ২৭৮.৫৭ স্ট্রাইক রেটে খেলে গড়েন নতুন রেকর্ড—ওয়ানডেতে ১০ বা তার বেশি বল খেলা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট। এর আগে ২৭৫ স্ট্রাইক রেট ছিল যৌথভাবে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার দখলে।

বাংলাদেশের হয়ে সৌম্য সরকার করেন ৪৫ রান, আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩২ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন গুডাকেশ মোতি।

রিশাদের ব্যাটে ঝড়ের দিনেই ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজও—পুরো ৫০ ওভারই স্পিনে বোলিং করে। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল এমন কীর্তি গড়ল। আগের রেকর্ড ছিল শ্রীলঙ্কার, ৪৪ ওভার।

শেষ ওভারের সেই শ্বাসরুদ্ধকর নাটকীয়তা আর সুপার ওভারের উত্তেজনা—সব মিলিয়ে মিরপুরের এই ম্যাচ ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নিল এক ঐতিহাসিক লড়াই হিসেবে।