শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২১ অক্টোবর ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার

পানির নিচে প্রথম বায়ুচালিত ডেটা সেন্টার বানাল চীন


Deta center

চীন বিশ্বের প্রথম বায়ুশক্তিচালিত আন্ডারওয়াটার ডেটা সেন্টার নির্মাণ সম্পন্ন করেছে। মঙ্গলবার শাংহাইতে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে, যা পরিবেশবান্ধব কম্পিউটিং অবকাঠামো উন্নয়নে স্থাপন করেছে এক নতুন মানদণ্ড।

শাংহাই পাইলট ফ্রি ট্রেড জোনের লিনকাং বিশেষ এলাকায় স্থাপিত এই পানির নিচের ডেটা সেন্টারে বিনিয়োগ করা হয়েছে ১৬০ কোটি ইউয়ান। এর মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ২৪ মেগাওয়াট।

প্রশাসনিক কমিটির তথ্য অনুযায়ী, প্রচলিত স্থলভিত্তিক ডেটা সেন্টারের তুলনায় এই প্রকল্পে ৯৫ শতাংশের বেশি সবুজ বিদ্যুৎ ব্যবহার করা হবে। এতে খরচ ২২.৮ শতাংশ কমবে, এবং পানি ও জমির ব্যবহার ১০০ শতাংশ ও ৯০ শতাংশের বেশি হ্রাস পাবে।