শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৫ অক্টোবর ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার

উপদেষ্টাদের হারালেন কূটনীতিকরা


Advisor vs Diplomate

উপদেষ্টা পরিষদ দলের হয়ে খেলেন আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম

এক প্রীতি ফুটবল ম্যাচে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ টিমকে ৩-০ গোলে হারিয়েছে কূটনীতিকদের দল। শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে দুই দলের খেলোয়াড়দের উপস্থিতিতে স্টেডিয়ামে তৈরি হয় আনন্দমুখর পরিবেশ।

উপদেষ্টা পরিষদ দলের হয়ে খেলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ আরও অনেকে। খেলায় শুরু থেকেই কূটনীতিকদের দল নিয়ন্ত্রণ ধরে রাখে এবং প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল যোগ করে জয় নিশ্চিত করে তারা।

খেলা শেষে প্রতিক্রিয়ায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আগেরবার আমরা জিতেছিলাম, কিন্তু এবার প্রস্তুতি ততটা ভালো ছিল না। ওরাও আগের হারের বদলা নিতে মাঠে নেমেছিল, তাই ম্যাচটা তাদের দিকেই গেছে।”

রসিকতার ছলে তিনি আরও যোগ করেন, “এইবার তারা দলে আমেরিকান খেলোয়াড় রাখেনি—ওরা তো ফুটবল নয়, সকার খেলে! ইউরোপীয় খেলোয়াড়রাই আজ মাঠে ভালো খেলেছে।”