রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৬ অক্টোবর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শেয়ার

চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প


Earthquake

ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫৬০ কিলোমিটার গভীরে আঘাত হানে ।। ফাইল ছবি

৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে চীনে। দেশটির চিলিন প্রদেশে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়।

চীনের ভূকম্পন নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, প্রদেশের উত্তর-পূর্ব ইয়ানবিয়ান কোরিয়ান স্বায়ত্তশাসিত প্রিফেকচারের হুনছুনে এটির উৎপত্তি।

সিইএনসি আরও জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৪৩.০৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩১.১০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫৬০ কিলোমিটার গভীরে আঘাত হানে।