
দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর আবারও আকাশপথে যুক্ত হলো এশিয়ার দুই বৃহৎ প্রতিবেশী—চীন ও ভারত। রবিবার (২৬ অক্টোবর) থেকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। এই উদ্যোগকে দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল এই দুই দেশ কৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বী হলেও সীমান্তে উত্তেজনা পর্ব কাটিয়ে তাদের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বিশেষ করে ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর যে শীতলতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে উভয় দেশই এখন পারস্পরিক সহযোগিতার দিকে অগ্রসর হচ্ছে।
ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ বাড়বে এবং বাণিজ্যিক কার্যক্রম নতুন গতি পাবে।
বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক যখন উষ্ণ হচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কিছুটা টানাপোড়েনে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তাঁর অভিযোগ, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তা করছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগো কলকাতা থেকে চীনের গুয়াংঝু রুটে প্রথমবারের মতো দৈনিক ফ্লাইট চালু করেছে। ফ্লাইটটি প্রতিদিন স্থানীয় সময় রাত ১০টায় কলকাতা ছেড়ে যাবে।





























