শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৮ অক্টোবর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

হারে শুরু টাইগারদের টি টুয়েন্টি সিরিজ


WI vs BD T20

লক্ষ্যটা খুব বেশি ছিলনা—মাত্র ১৬৬ রান। এমন টার্গেট পেলে আশার আলো জ্বলে ওঠে, আর সেটাই হয়েছিল। ইনিংসের প্রথম ওভারেই আকিল হোসেইনের বিরুদ্ধে ঝড় তোলেন তানজিদ তামিম ও সাইফ হাসান। ছক্কা আর চার মেরে তোলেন ১২ রান। কিন্তু সেই স্বপ্নময় সূচনা টিকল না বেশিক্ষণ।

দ্বিতীয় ওভারেই জেডেন সিলসের বলে রোমারিও শেফার্ডের হাতে ধরা পড়েন তানজিদ তামিম। সেখান থেকেই শুরু ব্যাটিং বিপর্যয়ের। একে একে সাজঘরে ফেরেন লিটন দাস, সাইফ হাসান, শামিম হোসেন ও নুরুল হাসান সোহান। স্কোরবোর্ড তখন ৫৭ রানে অর্ধেক দল হারিয়ে বসে বাংলাদেশ।

সেই অবস্থায় ম্যাচে ফেরার স্বপ্নও যেন মিইয়ে যাচ্ছিল। দলীয় ৭৭ রানে তাওহিদ হৃদয় আউট হলে জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। তবে লোয়ার অর্ডারের ব্যাটাররা তখন হাল ছাড়েননি।

তানজিম হাসান সাকিব ২৭ বলে করেন ৩৩ রান, নাসুম আহমেদ ১৩ বলে ২০, তাসকিন আহমেদ ৮ বলে ১০ এবং মোস্তাফিজুর রহমান ৮ বলে ১১ রান যোগ করেন। তাদের এই লড়াকু ব্যাটিংয়ে একসময় মনে হচ্ছিল, হয়তো চমকটা ঘটবেই।

শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি। ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে ১৬ রানের ব্যবধানে হারের তেতো স্বাদ নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।