রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৯ অক্টোবর ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ন
শেয়ার

নেতানিয়াহুর নির্দেশে গাজায় ফের হামলা, নিহত ২


Netaniahu
গাজায় আবারও নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার (২৮ অক্টোবর) চালানো এই হামলায় দুজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে গাজায় জোরালো হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরবর্তী নিরাপত্তা পরামর্শ বৈঠকের পর বিশেষ বিবৃতিতে তার কার্যালয় এ নির্দেশের কথা জানায়।

সম্প্রতি হামাস হস্তান্তর করা একটি কফিনে মৃত জিম্মির দেহাবশেষ নেই বলে ফরেনসিক পরীক্ষার ফলাফল জানায় ইসরায়েল। তাদের দাবি, ওই দেহাবশেষ গাজায় এখনও আটক থাকা ১৩ জিম্মির কারও নয়।

এ ঘটনার পরই হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলে ইসরায়েল। দুই সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতিতে এ অভিযোগ নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

অন্যদিকে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় আগ্রাসী অভিযান চালানোর প্রস্তুতির অংশ হিসেবে ‘অতিরঞ্জিত ও বানোয়াট অজুহাত’ দাঁড় করাচ্ছে। তাদের আরও দাবি, গাজায় জিম্মিদের মরদেহ খোঁজার চেষ্টা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করছে ইসরায়েলই।

সূত্র: এএফপি, বিবিসি