
কিউবার ওপর ছয় দশকেরও বেশি সময় ধরে আরোপিত অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক অবরোধ অবিলম্বে তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এই অবরোধকে ‘বর্বরতা’ বলে আখ্যায়িত করেছে দেশটি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে কিউবার ওপর আরোপিত দীর্ঘতম অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো একটি প্রস্তাবের ওপর আলোচনায় চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং এসব কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই অবরোধ কিউবার জনগণের জন্য গভীর দুর্ভোগ সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার মুখে পড়েছে।
ফু ছোং বলেন, কিছু পশ্চিমা দেশ একতরফা নীতি, সুরক্ষাবাদ ও দমনমূলক আচরণ অনুসরণ করছে, সহায়তার প্রতিশ্রুতি পূরণ করছে না এবং কিউবার ওপর দীর্ঘমেয়াদি অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এতে কিউবার জনগণের জীবিকা ও উন্নয়নের অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ফু ছোং আরও বলেন, চীন সবসময় বহুপাক্ষিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি দৃঢ় সমর্থন জানায়। পাশাপাশি, চীন কিউবার সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে আগ্রহী।
সূত্র: সিএমজি





























