রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৩ নভেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
শেয়ার

বিহারে রাহুল গান্ধীর ‌‘পুকুর’ পলিটিক্স


Rahul Gandhi

নৌকা যখন পুকুরের মাঝামাঝি পৌঁছায়, রাহুল হঠাৎই পুকুরের পানিতে ঝাঁপ দেন

ভারতের বিহার রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নেমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার বিহারের বেগুসরাইয়ে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার পর তিনি হঠাৎই স্থানীয় জেলেদের সঙ্গে দেখা করতে নৌকায় চেপে বসেন। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানাহাইয়া কুমার ও মহাজোটের মুখ্যমন্ত্রী প্রার্থী মুকেশ সাহানি।

নৌকা যখন পুকুরের মাঝামাঝি পৌঁছায়, রাহুল হঠাৎই পুকুরের পানিতে ঝাঁপ দেন। পরে সাঁতরে গিয়ে জেলেদের পাশে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে জাল টেনে মাছ ধরতেও দেখা যায় তাঁকে। এই দৃশ্যেই জনতার উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

কংগ্রেস তাদের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে রাহুলের সেই ভিডিও শেয়ার করেছে। ক্যাপশনে লেখা—“এটাই সত্যিকারের পুকুর!”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই এক বাক্যেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সূক্ষ্ম কটাক্ষ। সম্প্রতি ছটপুজার সময় মোদীর যমুনায় গোসল করার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়। পরে জানা যায়, যমুনার মূল প্রবাহে নয়, খনন করা এক কৃত্রিম পুকুরে মোদীর গোসলের আয়োজন করা হয়।

রাহুলের “সত্যিকারের পুকুর” মন্তব্য যেন সেই বিতর্ককেই নতুনভাবে সামনে নিয়ে এল—প্রচারণার মঞ্চে নয়, এবার পুকুরের মাঝেই তিনি রাজনৈতিক বার্তা দিলেন।