
আইইওএ পরিদর্শনে ইরানের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো নতুন করে আরও শক্তভাবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার (২ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কিছু ভবন বা স্থাপনা ধ্বংস করলেই আমরা থেমে থাকব না। বরং সেগুলো আগের চেয়েও শক্তভাবে পুনর্নির্মাণ করব।”
বার্তাসংস্থা রয়টার্স জানায়, তেহরানে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (আইইওএ) পরিদর্শনের সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান পারমাণবিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দেশের পারমাণবিক প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন।
তিনি বলেন, “আমাদের পারমাণবিক কর্মসূচি কেবল মানুষের কল্যাণের জন্য— রোগ নিরাময় ও জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।”
এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ওয়াশিংটনের দাবি ছিল, এসব স্থাপনা অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। তবে তেহরান বারবার বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক ও গবেষণামূলক।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, তেহরান যদি পুনরায় এসব স্থাপনা চালু করার চেষ্টা করে, তবে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়া হবে।
ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আমরা ভয় পাই না। ধ্বংস আমাদের থামাতে পারবে না— বরং আরও শক্তিশালীভাবে এগিয়ে যাব।”





























