
ছবি: সংগৃহীত
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় সিনালোয়া অঙ্গরাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।
নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ জানিয়েছেন, সোমবার (৩ নভেম্বর) দুপুরের পর রাজ্যের নিরাপত্তা বাহিনীর ওপর একটি সশস্ত্র গোষ্ঠী হামলা চালালে পাল্টা গুলিতে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়। অভিযানে চারজনকে আটক করা হয়েছে এবং অপহৃত নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
হারফুচ আরও জানান, গত বছর সিনালোয়া কার্টেলের বিভিন্ন উপদলের মধ্যে সংঘর্ষ এবং কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের প্রচেষ্টার কারণে এলাকায় সহিংসতা বেড়েছে। তিনি বলেন, “আমরা রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।”
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।





























