শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৫ নভেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
শেয়ার

পদত্যাগ করলেন সালাউদ্দিন


coach-salahuddin

পদত্যাগ করেছেন সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন দেশের অভিজ্ঞ এই কোচ। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, “আয়ারল্যান্ড সিরিজের পর তিনি (সালাউদ্দিন) পদত্যাগ করতে চান। আমরা এ বিষয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করব, এরপরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

সাম্প্রতিক সময়ে সালাউদ্দিনকে নিয়ে সমালোচনা বাড়ছিল। এর মধ্যেই ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেয় বিসিবি। এরপরই জানা যায় জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন।

২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন সালাউদ্দিন। এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন। এছাড়া ২০১০-১১ মৌসুমে বিসিবি একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজ করেন তিনি।

বিসিবিতে পাঠানো পদত্যাগপত্রে সালাউদ্দিন জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব ছাড়ছেন। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি থাকার কথা থাকলেও এক বছরের মধ্যেই দায়িত্ব ছাড়লেন তিনি।