
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের বিভেদ বা উত্তেজনা চায় না ভারত—এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার (৭ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম নেটওয়ার্ক–১৮ এর এডিটর–ইন–চিফ রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
রাজনাথ সিং বলেন, “ভারত কখনোই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিভেদ চায় না। আমরা আমাদের চারপাশের সব দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। তবে ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।”
তবে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘কথা বলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার’ আহ্বান জানিয়েছেন।
সাক্ষাৎকারে রাহুল জোশি প্রশ্ন তোলেন, “ড. ইউনূস পাকিস্তানি জেনারেলকে ভারতের উত্তর–পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্র দিয়েছেন—এমন অভিযোগ উঠেছে।”
এর উত্তরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে মন্তব্য রাখার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।”
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়—অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর–পূর্বাঞ্চলসহ বিকৃত মানচিত্রের একটি পতাকা উপহার দিয়েছেন।
তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি সম্পূর্ণ ‘মিথ্যা ও কল্পনাপ্রসূত’ বলে নাকচ করেছে। তারা জানায়, বিকৃত মানচিত্র নয়, পাকিস্তানি জেনারেলকে কেবল একটি গ্রাফিতির বই উপহার দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ–ভারত সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। পরে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।
অন্যদিকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর কয়েকটি মন্তব্য নিয়ে ভারতীয় মহলে অস্বস্তি তৈরি হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।





























