
টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ভারতের খেলোয়াড়রা।
প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু পরের দুটি ম্যাচই নিজেদের করে নেয় ভারত। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ব্রিসবেনে সিরিজ জয়ের হাতছানি ছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলের সামনে।
এমন সমীকরণে আজ শনিবার (৮ নভেম্বর) গ্যাবা স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজিদের অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে ভারতীয় দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল ঝড়ো সূচনা করেন—মাত্র ৪.৫ ওভারে তোলেন ৫২ রান।
তবে এরপরই নামে তুমুল বৃষ্টি। থামার কোনো নাম না থাকায় শেষ পর্যন্ত ম্যাচ রেফারি জেফ ক্রো ম্যাচটি বাতিল ঘোষণা করেন। মাত্র ৪.৫ ওভার খেলার পরই ফলাফলহীনভাবে শেষ হয় ম্যাচটি।
ফলস্বরূপ, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ভারত। পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে মোট ১৬৩ রান তোলা অভিষেক শর্মা নির্বাচিত হন সিরিজসেরা ক্রিকেটার।




























